
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে রাশিয়া। দেশটির জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দফতার হচ্ছে ‘গ্লোবাল রুশোফোবিক (রুশবিরোধী) প্রকল্প তৈরির কেন্দ্র’। সংস্থাটি ইউক্রেনের পক্ষ নিয়ে কাজ করছে বলেও অভিযোগ তোলা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, এ মানবাধিকার সংস্থাটি ইউক্রেনীয় নাৎসি বাহিনীর অপরাধকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে, তাদের অর্থায়ন বাড়ানোর দাবি জানাচ্ছে এবং রাশিয়াকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বান জানাচ্ছে।
ঘোষণার পরপরই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।‘অবাঞ্ছিত’ ঘোষণার ফলে সংস্থাটি রাশিয়ায় আর কোনো কার্যক্রম চালাতে পারবে না। ২০১৫ সালে গৃহীত আইনের আওতায়, এ ধরনের সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট রুশ নাগরিকদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।এর আগে একই আইনের আওতায় আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস এবং মার্কিন সরকার-সমর্থিত সম্প্রচারমাধ্যম আরএফই/আর এল-কে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে রাশিয়া।