Image description

ভারতের হায়দ্রাবাদের আইকনিক চামিনারের কাছে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এখন পর্যন্ত আট শিশু ও পাঁচ নারীসহ মোট ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও অজানা। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, উদ্ধারকারীরা জানিয়েছে তারা রোববার ভোর সাড়ে ৬টায় প্রথম দুর্ঘটনার খবর পায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন তারা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পৌরসভার মুখ্যমন্ত্রী জি কিষান রেড্ডি। বলেছেন, দুর্ঘটনায় নিহত একটি পরিবারের গুলজার হাউস এলাকায় তাদের দোকানের ওপরের তলায় বাস করত। আমি নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি। এমন দুর্ঘটনা সত্যিই মর্মান্তিক।

 

 এ ঘটনার পেছনে কারও ষড়যন্ত্র আছে কিনা সে বিষয়ে  মন্ত্রী বলেছেন, আমি কাউকেই দোষারোপ করছি না। তবে পৌরসভার পুলিশ, দমকল এবং বিদ্যুৎ বিভাগকে আরও শক্তিশালী করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। ঘটনাস্থলে সারি সারি জুয়েলারির দোকান রয়েছে। সেখানে একটি ঐতিহাসিক চারমিনার রয়েছে। এলাকাটি বেশ ঘিঞ্জি হওয়ায় দমকল বাহিনীর পৌঁছাতে কিছুটা বেগ পোহাতে হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়। নিহতদের পরিবারকে ২ লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।