Image description

রাজধানী ঢাকায় অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ৪৪টি পদে ছিল না কোনো শিক্ষক। ৩০ বছর ধরে এসব পদে শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছিল পাঠদান। যার ফলে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দ্রুত সময়ে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি ছিল শিক্ষার্থীদের। 

শিক্ষক সংকট দূর করতে আজ রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হককে অধ্যক্ষ ও অধ্যাপক মো. মনজুরুর রহমানকে হেড মাওলানাসহ ১৭ জন শিক্ষক পদায়নের তথ্য জানানো হয়েছে।

অন্যান্যরা হলেন মোহাম্মদ মাহবুবুর রহমান সহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা; মোহাম্মদ আনোয়ারুল হক ভূঞা, সহকারী অধ্যাপক, আল কোরআন; ড. মো. বাকী বিল্লাহ, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা; শারমিন আক্তার শিমু, সহকারী অধ্যাপক, ইংরেজি; মো. লোকমান হোসাইন, সহকারী অধ্যাপক, হাদিস; মো. রফিকুল ইসলাম জমাদার, সহকারী অধ্যাপক, আধুনিক আরবি; উম্মে কুলসুম প্রভাষক, গণিত; মো. আব্দুল বারী ফরায়েজী, প্রভাষক, ইসলাম শিক্ষা (হাদিস); মো. মামুন উদ্দিন প্রভাষক, প্রাচীন আরবি; নাজমুল হক আকন্দ, প্রভাষক, ইসলাম শিক্ষা (ফিকহি); মো. শওকত ওসমান, প্রভাষক, আধুনিক আরবি; মোহাম্মদ আলী হাসান, প্রভাষক, ইসলাম শিক্ষা (তাফসির); মো. জমির উদ্দিন, প্রভাষক, ইসলাম শিক্ষা (আল কোরআন); মোহাম্মদ ইউসুফ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি; মোহাম্মদ নাজমুল হোসাইন, প্রভাষক, ইসলাম শিক্ষা (আকাইদ); মো. মাহফুজুল হক শামীম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি; মু.আমিন প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।