Image description

নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার দেওয়া সম্পদ বিবরণী ও ট্যাক্স ফাইলের সঙ্গে অনুসন্ধানে পাওয়া সম্পদের মধ্যে গরমিল পেয়েছে দুদক। যেখানে সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

আজ রবিবার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক গণশুনানি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী হলফনামায় যে সম্পদের বিবরণ দিয়েছেন, তা আমরা পরীক্ষা করে দেখেছি। তিনি অনেকাংশেই সম্পদের বিবরণে তথ্য গোপন রেখেছেন। শেখ হাসিনা ও তার সন্তান এবং বোনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও দু-একটি মামলা অনুসন্ধানে রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সমাজে মিথ্যাচার দিয়ে শুরু হয়ে আস্তে আস্তে দুর্নীতি ঢুকে যায়। আমাদের কমিশনের জনবল অনেক কম। আমাদের জনবল বাড়লে সেবা বাড়বে। আমরা অস্বীকার করি না যে আমাদের মধ্যে কমবেশি কিছুটা দুর্নীতি হচ্ছে।