
একদিকে শান্তির বার্তা, আরেকদিকে ধ্বংসাত্মক হুমকি,এই দ্বিমুখী ভাষা নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শনিবার তেহরানে এক নৌ-অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “একদিকে তিনি শান্তির কথা বলেন, আবার অন্যদিকে গণবিধ্বংসী অস্ত্র দিয়ে হুমকি দেন। আমরা কোনটিকে বিশ্বাস করব?”
পেজেশকিয়ান বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চালিয়ে যাবে, তবে হুমকিতে ভীত নয়। “আমরা যুদ্ধ চাই না,” বলেন তিনি।
এর আগে শুক্রবার, ট্রাম্প দাবি করেন যে, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পেয়েছে এবং তারা জানে দ্রুত সমাধানের দিকে এগোতে হবে। “তারাও জানে, দ্রুত কিছু না করলে খারাপ কিছু ঘটবে,খুব খারাপ কিছু,” বলেন ট্রাম্প, সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করে এয়ারফোর্স ওয়ান-এ ওঠার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা কোনো প্রস্তাব পাইনি। শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে অধিকার আমরা কঠিন পথে অর্জন করেছি, তা পরিত্যাগ করার প্রশ্নই আসে না।”
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, “আমরা আমাদের বৈধ অধিকার থেকে একচুলও পিছপা হব না। কারণ আমরা কারও দম্ভের কাছে মাথা নত করি না, তাই আমাদের বলা হয় এই অঞ্চলের অস্থিরতার উৎস।”
উল্লেখ্য, গত রবিবার ওমানে ইরান–যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফা আলোচনা শেষ হয়। পরবর্তী দফার দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।