Image description
 

তিন অভিযোগের ভিত্তিতে গত ১৬ এপ্রিল প্রথমবার বিসিবিতে এসেছিল দুর্নীতি দমন কমিশনের তদন্ত দল। আজ (শনিবার) ফের বিসিবিতে এসেছে দুদকের চার সদস্যের তদন্ত দল। ঠিক কী কারণে ফের বিসিবিতে এসেছে তা এখনও জানা যায়নি।

 

 

ধারণা করা হচ্ছে আগের দফায় যে তিন অভিযোগে বিসিবিতে এসেছিল সেটারই অধিকতর তদন্তের জন্য বিসিবিতে এসেছে দুদক। শনিবার দুপুর দুইটার দিকে বিসিবিতে প্রবেশ করেছে তদন্ত দল।

 

মূলত মুজিব শতবর্ষ নিয়ে দুর্নীতির পাশাপাশি তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগের দুর্নীতি ও অন্যান্য বিষয় নিয়ে তদন্ত করছে বিসিবি। এছাড়া বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে বিসিবিতে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছে দুদক। এর তদন্তের জন্যও দুদকের তদন্ত দল আজ ফের বিসিবিতে এসেছে।