
ভারতরে অর্থনীতির যখন করুণ অবস্থা ঠিক তখনই পার্শ্ববর্তী দেশে আক্রমণ এ যেনো চরম বিলাসিতা বলে মনে করছেন বেশিরভাগ ভারতীয়রা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক কাশ্মীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতিশোধের নামে হামলা চালায় পাকিস্তানের সাধারণ বেসামরিক নাগরিকদের ওপর।
পাকিস্তানের সাথে যুদ্ধে অপ্রতিরোধ্য রাফাল যুদ্ধবিমানসহ অত্যাধুনিক কমপক্ষে ৬টি যুদ্ধবিমান হারায় ভারত। পাকিস্তানের পাল্টা আক্রমণে এই যুদ্ধে ভারতের ক্ষতি হয় প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১২ লক্ষ কোটি টাকার সমপরিমাণ। এতেই যেনো ক্ষেপেছেন ভারতীয়রা। রাস্তায় নেমেছেন মোদি বিরোধী আন্দোলনে।
আন্দোলনকারীদের দমাতে পুলিশ লাঠিচার্জ, গুলি বর্ষণ করছে এমনকি ধরপাকড়ও চালানো হচ্ছে দেশটির বিভিন্ন রাজ্যে। এসব আন্দোলনকারীদের আবার ভারতীয় গোদি মিডিয়া পাকিস্তানী বলে আখ্যা দিচ্ছে। যদিও আন্দালনকারীদের ৯০ শতাংশই মুসলিম বলে জানা গেছে। মোদি বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে আসা এসব সাধারণ মানুষের দাবী, পাকিস্তানের সাথে ইচ্ছে করেই পায়ে পা দিয়ে যুদ্ধ লাগিয়েছিলো নরেন্দ্র মোদির সরকার। যেখানে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল সেখানে এই যুদ্ধে জড়িয়ে এত বড় ক্ষতি মেনে নেওয়া দায়।