Image description

আওয়ামী লীগের যেসব অপরাধী বর্তমানে অন্য রাজনৈতিক দলে গিয়ে ঘাপটি মেরে থাকতে চায় এবং ভোটের রাজনীতির স্বার্থে পুনর্বাসনের সুযোগ চাইছে, তাদের পুনর্বাসনের পথ তৈরি করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, শুধুমাত্র ভোটের রাজনীতির স্বার্থে আমরা তাদের পুনর্বাসনের ক্ষেত্র হতে চাই না। তবে যাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড নেই, তারা যদি গণহত্যার বিচার চায় এবং দলকে প্রত্যাখ্যান করে, তাহলে তারা সমাজে সামাজিক ও অন্যান্য অধিকারসহ থাকতে পারবে। এ বিষয়ে কোনো বাধা থাকা উচিত নয়।