
ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলাকে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (১৪ মে) শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’-এ অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
শেহবাজ বলেন, “এই অপারেশন পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের সেনারা ভারতের অপ্ররোচিত আগ্রাসনের কড়া জবাব দিয়েছে। এর মাধ্যমে আমরা ১৯৭১ সালের যুদ্ধে হারানো সম্মান পুনরুদ্ধার করেছি।”
সেনাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, “ইতিহাসে চিরদিন স্মরণীয় থাকবে, কীভাবে পাকিস্তানের রক্ষীরা ভারতের আগ্রাসন প্রতিহত করে তাদের নাস্তানাবুদ করেছে।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা শেহবাজের সঙ্গে ওই সফরে উপস্থিত ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি সম্বোধন করে শেহবাজ বলেন, “বিশ্ব জানে ১৯৭১ সালে মুক্তিবাহিনীকে কারা প্রশিক্ষণ দিয়েছে। আজ সেই শক্তিরাই বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন আর্মি ও পাকিস্তানবিরোধী তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। আর এসব মোদির ছায়া থেকেই আসছে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “মোদি, আপনার আগ্রাসী ভাষণ আপনার কাছেই রাখুন। পাকিস্তান শান্তি চায়, তবে আমাদের শান্তিপ্রবণ মনোভাবকে দুর্বলতা ভাবার ভুল করবেন না।”
ভারতে পানি প্রবাহ বন্ধ করার হুমকির প্রসঙ্গে শেহবাজ বলেন, “যদি ভারত পাকিস্তানের পানি বন্ধ করতে চায়, তাহলে জেনে রাখুন—পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের রূপরেখা, যেখানে কোনো ছাড় দেওয়া হবে না।”
শেষে আবারও মোদিকে উদ্দেশ্য করে পাক প্রধানমন্ত্রী বলেন, “মোদি, আপনি যদি আরও একবার আগ্রাসন দেখান, তাহলে তার ফলাফল হবে আপনার কল্পনারও বাইরে।”
সূত্রঃ জিও নিউজ