Image description
 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেছেন, গাজা বর্তমানে একটি জীবন্ত নরকে পরিণত হয়েছে। তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় অধিভুক্ত শক্তি হিসেবে তার দায়বদ্ধতা পালনের আহ্বান জানান।

ফু কং বলেন, ইসরায়েলকে অবিলম্বে অবরোধ প্রত্যাহার করে সম্পূর্ণরূপে সহায়তা সরবরাহের পথ উন্মুক্ত করতে হবে।

তিনি জানান, গ্লোবাল হাঙ্গার মনিটর (IPC) জানিয়েছে, গাজার পুরো জনসংখ্যাই বর্তমানে চরম খাদ্যসংকটে ভুগছে।

চীনা দূত যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেন, একটি নির্দিষ্ট দেশ তথাকথিত মানবিক সহায়তা বিতরণ পরিকল্পনা প্রস্তাব করেছে, তবে জাতিসংঘের সংস্থাগুলো তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

তিনি জোর দিয়ে বলেন, মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না। নিরপেক্ষতা, স্বাধীনতা ও মানবিকতার নীতিমালা সবসময়ই রক্ষা করতে হবে।