
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার সাগর হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা'র আদালত এ আদেশ দেন।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানায় আসামিপক্ষের আইনজীবী। অপর দিকে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। উভয়পক্ষের শুনানি শেষে তাকে চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত। এর আগে গত রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ নং গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন মো. সাগর। এসময় সাগরের বুকে গুলি লেগে পেছন দিকে বের হয়ে যায়। এ ঘটনায় গত বছরের ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাত আরো ২৫০-৪০০ জনকে আসামি করা হয়। এ মামলার মমতাজ বেগম ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।