Image description

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫২ হাজার ৮০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধের কারণে তীব্র খাবার সঙ্কটে রয়েছে লাখো গাজাবাসী।

এদিকে, আন্তর্জাতিক দাতব্যসংস্থার বারবার অনুরোধ করার পরও গাজায় ত্রাণ বিতরণের ক্ষেত্রে আপত্তি জানাচ্ছে ইসরায়েল। ফলে নেতিবাচক প্রভাব পড়ছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির মানুষের দৈনন্দিন জীবনে।

গাজা উপত্যকায় অপুষ্টির হার ভয়াবহ রূপ নিয়েছে, বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের মধ্যে। আনুমানিক ৭০,০০০ এর বেশি ফিলিস্তিনি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং এই সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গাজার ৯৫% পরিবার পর্যাপ্ত খাবার পাচ্ছে না এবং অনেক শিশু মারাত্মকভাবে ওজন হারাচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে একটি মানবিক করিডোর খোলা এবং জরুরি খাদ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার জন্য জোরালো পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে যে, যদি পরিস্থিতির অবনতি অব্যাহত থাকে তবে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে।