Image description

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার বলেছেন, ভারত যদি উত্তেজনা সৃষ্টির কার্যক্রম বন্ধ করে, তাহলে ইসলামাবাদও তা করবে।

এক স্থানীয় টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে ক্যামেরার সামনে তিনি বলেন, "যদি সামান্যতম বুদ্ধিও থাকে, তাহলে ভারত থামবে—আর তারা থামলে আমরাও থামব।"

তিনি আরও বলেন, "আমরা সত্যিকার অর্থেই শান্তি চাই—কোনো একটি দেশের আধিপত্যের ভিত্তিতে নয়।"

তার এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন শনিবার ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে এবং একে অপরকে উত্তেজনা বৃদ্ধির জন্য দোষারোপ করছে।

 

সূত্র: https://edition.cnn.com/world/live-news/india-pakistan-operation-sindoor-05-10-25