
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমির মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া এক ভাষণে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ভারতীয় আগ্রাসনের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন এবং এর মোকাবিলায় সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
মাওলানা ফজলুর রহমান ঘোষণা করেছেন যে, তার দল ১১ মে 'পাকিস্তানের প্রতিরক্ষা দিবস' হিসেবে পালন করবে। এই উপলক্ষে ১১ মে পেশাওয়ার এবং ১৫ মে কোয়েটায় বড় ধরনের সমাবেশের আয়োজন করা হবে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
মাওলানা ফজলুর রহমান জানান যে, সরকার তরুণদের সিভিল ডিফেন্সে নিবন্ধনের আহ্বান জানিয়েছে এবং তার দল এই দায়িত্ব পালন করবে। তিনি মাদরাসার ছাত্রদের ভূমিকাকে প্রশংসা করেন, যারা ইতিমধ্যে দেশের প্রতিরক্ষায় সামনের কাতারে রয়েছেন।
মাওলানা ফজলুর রহমান সরকারের বর্তমান কূটনৈতিক নীতির সমালোচনা করেন। তিনি বলেন, ফোনালাপের মাধ্যমে কূটনীতি যথেষ্ট নয়; পাকিস্তানকে চীন, সৌদি আরব, ইরান ও আফগানিস্তানের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রদের সঙ্গে সরাসরি সম্পর্ক জোরদার করতে হবে।
তিনি সামাজিক মাধ্যমে যুদ্ধ ও সেনাবাহিনীর নেতিবাচক চিত্রায়নের নিন্দা করেন। ভারতের বেসামরিক এলাকাগুলোর ওপর আক্রমণ, মসজিদ ও স্কুলের ওপর হামলাকে তিনি আগ্রাসন হিসেবে উল্লেখ করেন এবং পাকিস্তানিদের সেনাবাহিনীর প্রতি সমর্থন জোরদার করার আহ্বান জানান।
সূত্র: ডেইলি টাইমস