
ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছানোয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবনের ওপর হুমকি বাড়ছে বলে দাবি করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খান ভারতীয় ড্রোন হামলার লক্ষ্যবস্তু হতে পারেন। এ কারণে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছে।
শুক্রবার (৯ মে) পাকিস্তানের সামা টিভি এবং যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
পিটিআইর আবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারত-পাকিস্তান সম্পর্কের সংকটময় অবস্থায় ৭২ বছর বয়সী ইমরান খানের প্রাণনাশের ঝুঁকি রয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকা এই সাবেক প্রধানমন্ত্রী দুই বছর ধরে বিভিন্ন মামলায় অভিযুক্ত হলেও, তিনি সব অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে আসছেন।
পিটিআই মুখপাত্র এবং ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফিকার বুখারি বলেন, “যখন জাতি সংকটে আছে, তখন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে নিরাপদে রাখা জরুরি। তিনি জাতীয় ঐক্যের প্রতীক।”
বিশ্লেষকেরা মনে করছেন, ইমরান খানের অতীতের ভারত-বিরোধী অবস্থান, বিশেষ করে জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে তাঁর কড়া অবস্থান, তাঁকে এখন ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর বালাকোটে ভারতের বিমান হামলা এবং এর পরবর্তী ডগফাইট পরিস্থিতির উদাহরণ টেনে তারা বলেন, দুই দেশের সম্পর্কে এমন উত্তেজনার সময়ে সাবেক প্রধানমন্ত্রীকে যথাযথ নিরাপত্তায় রাখা উচিত।
কাশ্মীর ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে তিনবার যুদ্ধ এবং সীমান্তে নিয়মিত সংঘর্ষের প্রেক্ষাপটে এ হুঁশিয়ারিকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকেরা