
ভারতের কতজন সেনা নিহত হয়েছে, তা নিয়ে সরকারের মন্ত্রীদের মধ্যেই দ্বিমত তৈরি হয়েছে।
এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সপ্তাহের শুরুতে দাবি করেন, ৪০ থেকে ৫০ জন সৈন্য নিহত হয়েছে। পরবর্তীতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিবিসিকে বলেন, বুধবার পর্যন্ত প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে তিনি ধারণা করেন।
পাকিস্তান সেনাবাহিনী এখন সাম্প্রতিক দিনগুলিতে নিহত ভারতীয় সৈন্যের সংখ্যা সম্পর্কে সরকারি কর্মকর্তাদের দেওয়া মন্তব্যের বিরোধিতা করছে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র এখন বলছেন, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গুলি চালানোর ফলে কত ভারতীয় সৈন্য নিহত হয়েছে, তার কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান তাদের কাছে নেই এবং মন্ত্রীরা গণমাধ্যমে প্রকাশিত ‘কথাবার্তা’র উপর ভিত্তি করে তাদের পরিসংখ্যানের ধারণা দিচ্ছেন।
তিনি ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগের বিষয়টিও অস্বীকার করেছেন। এর মধ্য দিয়ে তুর্কি সংবাদমাধ্যম টিআরটিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর একটি সাক্ষাৎকারের বক্তব্যেরও বিরোধিতা করেছেন তিনি।