Image description

উত্তর কোরিয়া থেকে উৎক্ষেপণ করা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে জাপান সাগরে পড়েছে। বৃহস্পতিবার (৮ মে) জাপানি সংবাদমাধ্যম এনএইচকে এ তথ্য জানায়।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নাকাতানি গেন এটিকে ‘জননিরাপত্তার জন্য হুমকি’ ও ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছেন। গত ১০ মার্চের পর এটিই উত্তর কোরিয়ার প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলোকে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার এবং নিরাপদ নৌচলাচল ও বিমান পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

এর আগে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছিলেন, উত্তর কোরিয়া দেশটির দক্ষিণ-পূর্বে ওনসান শহরের কাছের একটি এলাকা থেকে জাপান সাগরের দিকে বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

উল্লেখ্য, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, উত্তর কোরিয়ার কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ। তবে পিয়ংইয়ং গত কয়েক বছরে ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

এ ঘটনার পর উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক সম্প্রদায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া জোরদার করতে পারে।