Image description

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষে পাকিস্তানের সেনাবাহিনী অন্তত ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি জানান, ভারত এখনও নিহত সেনাদের মরদেহ উদ্ধার করতে পারেনি।

বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নিয়ন্ত্রণরেখায় ভারতীয় আগ্রাসনের কঠোর জবাব দিয়েছে আমাদের বাহিনী। পাশাপাশি, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশানা করে ইসরায়েলের তৈরি অন্তত ২৫টি ড্রোন পাঠিয়েছিল ভারত, যেগুলো আমরা সফলভাবে ভূপাতিত করেছি।”

তারার বলেন, “ভারতের পরিকল্পনা ছিল আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা, কিন্তু তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এখন তারা অপমানজনক পরিস্থিতির মুখোমুখি।”

অন্যদিকে, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে দাবি করেন, পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’-এ শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে, ভারতীয় সরকারি সূত্র জানিয়েছিল, এই অভিযানে অন্তত ৭০ জন নিহত হয়েছেন এবং সন্ত্রাসবাদে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

বুধবার রাত ১২টার পরপরই ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মাত্র ২৫ মিনিটে পাকিস্তানের ভূখণ্ডে ছোড়া হয় ২৪টি ক্ষেপণাস্ত্র। এর পরদিন রাতভর আরও বহু ড্রোন হামলা চালানো হয়।

পাকিস্তান সেনাবাহিনীর দাবি, বৃহস্পতিবার রাত পর্যন্ত তারা দেশজুড়ে অন্তত ২৫টি ‘হারোপ’ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলে তৈরি এই আত্মঘাতী ড্রোনগুলো মূলত রাডার এবং প্রতিরক্ষা স্থাপনায় হামলার উদ্দেশ্যে ব্যবহার করে ভারত।