Image description

ভারতের কোনো বেসমারিক স্থাপনা বা মানুষের ওপর নয়, শুধু সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বুধবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান বলে সিএনএনের লাইভে বলা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পাকিস্তান কেবল ভারতের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করবে, বেসামরিক নয়। আমরা কখনোই বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করব না।’

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক আইন মেনে চলব। আমরা কেবল সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এই আন্তর্জাতিক সংঘাত রোধ করব।’

সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেন, উত্তেজনা আরও বাড়লে পারমাণবিক যুদ্ধের প্রকৃত ঝুঁকি রয়েছে।

জিও নিউজ লিখেছে, বুধবার ভোরে ভারত পাকিস্তানে যে হামলা চালিয়েছে, তাকে ইসলামাবাদ যুদ্ধের স্পষ্ট পদক্ষেপ বলে ব্যাখ্যা দিয়েছে।

ইসলামাবাদ জানিয়েছে, মসজিদ থেকে জলবিদ্যুৎ প্রকল্প পর্যন্ত ছয়টি পাকিস্তানি স্থান লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, দুই ডজন অস্ত্রের আঘাতে ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন।

এক প্রশ্নে খাজা আসিফ বলেন, ‘পাকিস্তান আগেও এই ধরনের হুমকির সম্মুখীন হয়েছে এবং এই অঞ্চলটি আবারও কৌশলগত অচলাবস্থার দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে।’

তিনি বলেন, ‘ভারত একটি বড় অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নয়াদিল্লির আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।’

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভারত-পাকিস্তানের মধ্যে। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করলেও পাকিস্তান তা অস্বীকার করে আসছে।

এর মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। কাশ্মীরে হামলা চালিয়েছে পাকিস্তানও। এতে প্রাণ গেছে অন্তত তিনজনের।