
তেল আবিবের প্রধান বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা ইসরায়েল-অধিকৃত অঞ্চলে তাদের নির্ধারিত ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়েছে।
গত রবিবার তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের সীমানার মধ্যে একটি ইয়েমেনি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বিমান সংস্থাগুলি এই সিদ্ধান্ত নেয়। এ হামলায় ছয়জন ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার লুফথানসা গ্রুপ অফ ক্যারিয়ারস; যার মধ্যে রয়েছে সুইস, অস্ট্রিয়ান এয়ারলাইন্স এবং ব্রাসেলস এয়ারলাইন্স, তারা জানিয়েছে ইসরায়েলে সমস্ত ফ্লাইট বাতিলের সময় ১১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে তারা ৬ মে পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছিল।
এয়ার ফ্রান্স এবং হাঙ্গেরির উইজ এয়ারও যথাক্রমে ১৩ মে এবং ৮ মে পর্যন্ত তাদের ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স নিউ ইয়র্ক বিমানবন্দরে এবং সেখান থেকে তাদের ফ্লাইট বাতিলের সময়কাল ৮ মে থেকে বাড়িয়ে ১১ মে পর্যন্ত করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর তেল আবিব সরকার গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর সম্প্রতি ইসরায়েলে তাদের পরিষেবা পুনরায় চালু করেছে ইউনাইটেড এয়ারলাইন্স। ফ্লাইট বাতিলের ফলে অনেক ইসরায়েলি দেশের বাইরে আটকা পড়েছেন।
রবিবার ইসরায়েলি বাহিনী বেন গুরিন বিমানবন্দরে সফলভাবে আঘাত হানা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বারবার ইসরায়েলের বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করছে। বিশেষ তারা বেন গুরিন বিমানবন্দরেই বেশি হামলা চালাচ্ছে। এবার হুথি ইসরায়েলের ওপর সম্পূর্ণ বিমান অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে।
সূত্র: প্রেস টিভি