
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো এবং মানসিকভাবেও তিনি শক্তিশালী অবস্থায় আছেন। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের এ কথা জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
লন্ডনে চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে আজ সকালে ঢাকায় পৌঁছান খালেদা জিয়া। নেতা–কর্মীদের ঢল ঠেলে তাঁর গাড়িবহর ফিরোজায় পৌঁছাতে পৌঁছাতে লেগে যায় ২ ঘণ্টা ৫ মিনিট। বেলা ১টা ২৫ মিনিটে বাসভবনে ঢোকে খালেদা জিয়ার গাড়ি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহিদ হোসেন।
তিনি বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে ভাড়া বাসায় ফেরত আসলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো, মানসিকভাবেও তিনি শক্তিশালী
জাহিদ হোসেন আরও বলেন, সেই দিন বেশি দূরে নয়, যেদিন দেশের মাটিতে বসে তারেক রহমান নেতৃত্ব দেবেন।
লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগের উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।