Image description

দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের লেকটেনবার্গে সিকিউরিটি ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম রনি নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লেকটেনবার্গে ক্যাশ ইন ট্রানজিট গাড়ি ডাকাতির সময় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ঝিনাইদহ জেলার বাসিন্দা।

নর্থওয়েস্ট প্রভিন্সে থাকা অ্যাডভোকেট অশিকুর রহমান জানান, রবিউল দোকান বন্ধ করে নিজ গাড়ি চালিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সিকিউরিটি ও ডাকাতদের সঙ্গে গোলাগুলির মাঝখানে পড়ে যান তিনি। এ সময় গুলিবিদ্ধ হন রবিউল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে রবিউলের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।