
১২০ কিমি পাল্লার শক্তিশালী দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল। ভারতের সঙ্গে সংঘাতের আবহে এমনটাই জানাল পাকিস্তান। সূত্রের খবর, এই ক্ষেপণাস্ত্রটির নাম ‘ফাতেহ’। সোমবার এটির পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদের।
পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, উচ্চশক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্রটি দূর থেকেই শত্রুকে আঘাত হানতে সক্ষম। এর উন্নত নেভিগেশন পদ্ধতি এবং যাবতীয় প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করার জন্যই আজ পরীক্ষাটি করা হয়েছে।
উল্লেখ্য, শনিবারই ৪৫০ কিমি পাল্লার অন্য একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল পাকিস্তান। ওই ব্যালেস্টিক মিসাইলটির নাম ‘আবদালি ওয়েপন সিস্টেম’। পাকিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি, সোনমিয়ানি রেঞ্জে আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের (এএসএফসি) অধীনে ব্যালেস্টিক মিসাইলটির পরীক্ষা করা হয়েছে।
এরআগে, গত বৃহস্পতিবার টিলা ফিল্ড অ্যান্ড ফায়ারিং রেঞ্জে হ্যামার স্ট্রাইক মহড়া করেছে পাকিস্তান সেনা। যেখানে সেনাপ্রধান আসিম মুনির দিল্লির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “কোনওরকম সেনা অভিযান হলে, তার যোগ্য জবাব দিতে তৈরি ইসলামাবাদ।” তাহলে কি যুদ্ধ এবার আসন্ন? দু’দেশের বাতাসে একটা প্রশ্নই ঘোরা ফেরা করছে। কিন্তু এখনই তার উত্তর দেওয়া কঠিন।