
অধিকৃত কাশ্মীরের পহেলগাঁও প্রাণঘাতি হামলার ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এ আবহে এবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হানা দিয়ে একাধিক ব্যক্তিগত তথ্য নিয়ে নিল পাকিস্তানের সাইবার গোষ্ঠী।
ভারতীয় সেনাবাহিনী এক্স হ্যান্ডেলে জানিয়েছে, পাকিস্তানি হ্যাকাররা ভারতীয় প্রতিরক্ষা ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করছে। প্রতিরক্ষা কর্মীদের লগ ইন আইডি-সহ তাদের একাধিক সংবেদনশীল তথ্য হাতানোর চেষ্টা করছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ‘পাকিস্তান সাইবার ফোর্স’ নামের একটি এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে যে, ইতিমধ্যেই ভারতীয় মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের বেশকিছু সংবেদনশীল তথ্য হাতানো হয়েছে।
পাশাপাশি এও জানা গিয়েছে যে, হ্যাকারের দলটি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং আর্মড ভেহিকেল নিগম লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটটি পাকিস্তানি পতাকা এবং আল খালিদ ট্যাঙ্ক ব্যবহার করে বিকৃত করার চেষ্টা করছিল।
সেনাবাহিনী আরও জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, আর্মর্ড ভেহিকেল নিগম লিমিটেডের ওয়েবসাইটটি অফলাইনে কনভার্ট করা হয়েছে। যাতে বিকৃতি করলেও সম্ভাব্য ক্ষতির হাত থেকে বাঁচা যায়। অধিকন্তু, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সংস্থাগুলি সক্রিয়ভাবে সাইবারস্পেস পর্যবেক্ষণ করছে। যাতে অতিরিক্ত সাইবার আক্রমণ রোখা যায়। পরিস্থিতির প্রতিক্রিয়ায়, নিরাপত্তা অবকাঠামো জোরদার, ডিজিটাল প্রতিরক্ষা জোরদার করা হয়েছে।