Image description

পাকিস্তানের দিকে নদীর পানির প্রবাহ কমিয়ে দিয়েছে ভারত। এর প্রভাবে বিপজ্জনকভাবে হ্রাস পেয়েছে বিভিন্ন নদীর পানির প্রবাহে। সোমবার (৫ মে) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

ওয়াপডার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চেনাব নদীতে জলপ্রবাহ ২৯,৩০০ কিউসেক কমে এখন মাত্র ৫,৩০০ কিউসেকে দাঁড়িয়েছে।

 

গতকাল হেড মারালায় চেনাব নদীর প্রবাহ ছিল ৩৪,৬০০ কিউসেক। অর্থাৎ মাত্র দুই দিনেই ভারত মোট ৩৫,৬০০ কিউসেক পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিকে পানি বিশেষজ্ঞরা চরম উদ্বেগজনক বলে মন্তব্য করছেন।

 

ওয়াপডার তথ্য অনুযায়ী, বর্তমানে তারবেলা ড্যামে সিন্ধু নদীর প্রবাহ ৯২,২০০ কিউসেক এবং নির্গমন ৫০,০০০ কিউসেক।

 

অন্যদিকে, মঙ্গলায় ঝিলাম নদীতে প্রবাহ ৪৪,৩০০ কিউসেক এবং নির্গমন ৩২,০০০ কিউসেক। চশমা ব্যারেজে প্রবাহ ৯৫,৭০০ কিউসেক এবং নির্গমন ৮৫,০০০ কিউসেক। তবে হেড মারালায় চেনাব নদীতে প্রবাহ নেমে এসেছে বিপজ্জনক মাত্রায়- মাত্র ৫,৩০০ কিউসেক।

 

নওশেরা-কাবুল নদীতে পানির প্রবাহ এবং নির্গমন উভয়ই ৩৭,১০০ কিউসেক। আজকের হিসাবে, তারবেলা জলাধারে পানির স্তর ১৪৪১.২৬ ফুট এবং জলাধার ৮,১৩,০০০ একর ফুট; মংলায় পানির স্তর ১১৩৬.৩০ ফুট এবং জলাধার ১২,১৩,০০০ একর ফুট; চশমায় স্তর ৬৪৬.৭০ ফুট এবং জলাধার ২,১০,০০০ একর ফুট।

 

সূত্র : জিও নিউজ