
কাশ্মীর ভারতের অংশ ছিল এবং থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ‘জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে’র প্রধান ফারুক আবদুল্লাহ। দ্য হিন্দু শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে তিনি বলেন, সবচেয়ে বড় বার্তাটি হলো, পর্যটকরা ভয় পাননি। যারা ভয় ছড়াতে চেয়েছিল, তারা পরাজিত হয়েছে। সন্ত্রাসীরা পরাজিত হয়েছে। আজ এটা প্রমাণিত যে, আমরা ভয় পাই না।
তিনি আরও বলেন, মানুষ সন্ত্রাসের অবসান চায়। ৩৫ বছর ধরে আমরা সন্ত্রাসবাদ দেখে আসছি। এখন আমরা অগ্রগতির দিকে যেতে চাই। আমরা সামনে এগিয়ে যেতে চাই। একদিন আমরা মহাশক্তি হয়ে উঠব।এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারত এখন পর্যন্ত পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এটি পাকিস্তানকে কলঙ্কিত করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা।
শাহবাজ শরিফ আজ পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্ক পুনরায় নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। সেইসঙ্গে ভারতের পহেলগাঁও ঘটনার প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং পাকিস্তানের প্রতি তুরস্কের নিরবচ্ছিন্ন সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, এই সমর্থন দুই দেশের জনগণ ও সরকারের মধ্যকার সুগভীর ও পরীক্ষিত ভ্রাতৃসুলভ সম্পর্কেরই প্রতিফলন।
পহেলগাঁও ঘটনার পর উদ্ভূত সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারতের উসকানিমূলক আচরণের পরও পাকিস্তান দায়িত্বশীল ও সংযত অবস্থান গ্রহণ করেছে।তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতের প্রচেষ্টা ভিত্তিহীন।