
কাশ্মীরের পহেলগামে হামলার জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার কমতি নেই। দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ নিষেধাজ্ঞাসহ বাগযুদ্ধও চলছে সমানতালে। পরমাণু শক্তিধর দুই দেশই যুদ্ধের হুমকিও দিয়ে রেখেছে। এরই মধ্যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘আবদালি’ সফলভাবে উৎক্ষেপণের দাবি করেছে পাকিস্তান।
শনিবার (৩ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত এবং পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম।
প্রতিবেদনে বলা হয়, আবদালি উইপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্র ‘ইন্ডাস’ সামরিক মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়
পাকিস্তান সেনাবাহিনী বলছে, ‘এই পেউৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা, ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম এবং উন্নত ম্যানুভারেবিলিটি বৈশিষ্ট্যসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরামিতি যাচাই করা।’