
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সু পদত্যাগ করেছেন। আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই তিনি পদ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র এক মাস। তার আগে আবারও দেশটির রাজনীতিতে এলো ধাক্কা।
নির্বাচনের পূর্বপ্রস্তুতির মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সু। শুক্রবার তার পদত্যাগের কথা জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। খবর কেসিএনের।
কারণ হিসেবে উল্লেখ করা হয়, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হান ডাক সু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রচারাভিযান শুরু করেন বলে নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো। এদিকে হানের পদত্যাগের পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল অর্থমন্ত্রী চোই সাং মোকের। তবে তিনিও বৃহস্পতিবার মন্ত্রিত্ব ছেড়ে দেন। তিনি জানান, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হচ্ছেন না।
দলীয় কোন্দলের কারণে তার এমন সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী লি জে মিউংকে একটি মামলায় দেওয়া খালাসের রায় বাতিল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে নিম্ন আদালত খালাস দেয়ার আপিল সিদ্ধান্ত বাতিল করে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন। দোষী সাব্যস্ত হলে তার প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে।