Image description
 

আবারও কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পার্গওয়াল সেক্টরে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি জানায়, এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো দেশ দুটির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। ভারতের সেনাবাহিনী বলেছে, গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

তাদের দাবি, গতকাল মধ্যরাতে একাধিক পাকিস্তানি সেনাচৌকি থেকে ‘বিনা উসকানিতে’ গুলি চালানো হয়েছে। ভারত এর জবাব দিয়েছে। তবে এ ঘটনায় বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ ব্যাপারে এখন পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।