
ভারতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলায় যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত ২৭ এপ্রিল দেশটির কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুর উপকণ্ঠে কুডুপু গ্রামের ভাট্রা কাল্লুরতি মন্দিরের কাছে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করেছে ম্যাঙ্গালুরু সিটির পুলিশ। তবে নিহত যুবকের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলার সময় ওই যুবক হঠাৎ ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকে বেদম মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা জানান, তিনি এখনো বিস্তারিত প্রতিবেদন পাননি। তবে এ মামলাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন। তিনি জানান, স্থানীয় একটি ক্রিকেট ম্যাচে ওই ব্যক্তি ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করেছিলেন।
ম্যাঙ্গালুরু সিটির পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল বলেন, মূল দোষী হিসেবে শচীন নামের একজনকে শনাক্ত করা হয়েছে। সে কুডুপুরের বাসিন্দা এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বাকি সন্দেহভাজনদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সূত্র: এনডিটিভি