Image description

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে ভেসে আসা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকায় নদীতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়।

স্কুলছাত্র ও ক্ষুদে ক্রিকেটার রাহাত খান (১২) নগরীর চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ছাড়া সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্য ছিল।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে স্কুলে গিয়েছিল রাহাত। ছুটির পর বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর বাসায় ফেরেনি। সকালে হামিদচর এলাকায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার স্টেশনে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ছেলেটির শরীরে আমরা অস্বাভাবিক কিছু দেখিনি। কীভাবে মৃত্যু হলো সেটা ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছি। তাদের কোনো অভিযোগ থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।