Image description

ভারতের সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিতের প্রতিবাদে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান দেশটির আইন ও বিচার প্রতিমন্ত্রী আকিল মালিক।

এ বিষয়ে কমপক্ষে তিনটি আইনি বিকল্পের ওপর কাজ করছে ইসলামাবাদ, যার মধ্যে চুক্তির মধ্যস্থতাকারী বিশ্বব্যাংকের কাছে বিষয়টি উত্থাপন করাও হয়েছে।

আকিল মালিক জানান, পাকিস্তান স্থায়ী সালিশি আদালত বা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার কথাও বিবেচনা করছে। সেখানে দেশটি অভিযোগ করতে পারে, ভারত ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশন অন দ্য ল’ অব ট্রিটিজ লঙ্ঘন করেছে।

গত সপ্তাহে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় পর্যটক হতাহতের ঘটনার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এসব পদক্ষেপের মধ্যে ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে সই হওয়া সিন্ধু পানিবণ্টন চুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।