Image description

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে বাজে ভাষায় কটাক্ষ করে (Sons of dogs) একটি ভাষণ দিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে হামাসকে লক্ষ্য করে তিনি বলেন, বন্দীদের হস্তান্তর করো এবং যুদ্ধের অবসান ঘটাও।

বুধবার ফিলিস্তিনের কেন্দ্রীয় কাউন্সিলের এক বৈঠকে প্রচারিত এই ভাষণে আব্বাস আরো বলেন, এই যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে। কারণ প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছে।

তিনি অভিযোগ করেন, হামাস মার্কিন বন্দীদের হস্তান্তর করতে চায় না। এরপর তিনি বন্দীদের হস্তান্তর করা এবং যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানান।

আব্বাস তার বক্তব্যে জোর দিয়ে বলেন, বর্তমান সঙ্কট থেকে উত্তরণের জন্য প্রধান লক্ষ্য হওয়া উচিত বন্দীদের মুক্তি, গাজার উপর আরোপিত ইসরাইলি অবরোধ প্রত্যাহার, আরব দেশগুলোর সাথে সমন্বয় করে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি রোধ এবং সামগ্রিকভাবে ‘ফিলিস্তিনিদের স্বার্থ’ রক্ষা করা।

হামাসের রাজনৈতিক রূপান্তর চেয়ে তিনি বলেন, মার্কিনিদের পরিবর্তে আমাদের সাথে কথা বলুন।’ সেই সঙ্গে তিনি দাবি করেন, হামাসকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তর করতে হবে।

যুদ্ধ চলাকালে ইসরাইলের ভূমিকারও তীব্র সমালোচনা করেন আব্বাস। তিনি বলেন, ‘২০০৭ সালে হামাসের অভ্যুত্থানকে ইসরাইল গাজা উপত্যকা ধ্বংসের একটি অজুহাত হিসেবে নিয়েছিল। ২,১৬৫টি পরিবার সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করেছিল এবং ৬,৬৬৪টিকে করেছিল আংশিকভাবে নিশ্চিহ্ন। ওই যুদ্ধে দুই-তৃতীয়াংশেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল।’

তিনি সতর্ক করে বলেন, ‘আমরা গুরুতর বিপদের মুখোমুখি হচ্ছি, যা নতুন নাকবার দিকে নিয়ে যেতে পারে।

প্রেসিডেন্ট আব্বাস তার ভাষণে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনি অবস্থান পুনর্ব্যক্ত করেন যে আমাদের দৃষ্টিভঙ্গি ইসরাইলি দখলদারিত্বের অবসান এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর ভিত্তি করে।

 

সূত্র : জেরুসালেম পোস্ট