Image description

ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্য। এই দাবানলে ওশেন কাউন্টির গ্রিনউড ফরেস্ট এলাকায় আট হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ মহাসড়ক, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু মানুষ।

 

‘জোনস রোড ফায়ার’ নামে পরিচিত ভয়ংকর দাবানলে জ্বলছে নিউজার্সির ওশেন কাউন্টির বনাঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে হঠাৎ শুরু হওয়া দাবানল অল্প সময়েই গ্রাস করেছে প্রায় ৪ দশমিক ৬ বর্গমাইল বনভূমি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কয়েকশ’ কর্মী। হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি। 

জানা গেছে, এখন পর্যন্ত মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে আগুন। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।
 
দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে লোকালয়েও। হুমকিতে রয়েছে প্রায় ১৩০০ বসতবাড়ি। আগুন থেকে বাঁচতে খোলা হয়েছে জরুরি আশ্রয়কেন্দ্র। গির্জা ও স্থানীয় স্কুলে আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা। তিন হাজার মানুষকে এরইমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেয়া হয়েছে নিউজার্সির ব্যস্ততম সড়ক গার্ডেন স্টেট পার্কওয়ের একাংশ। পুরো বারনেগ্যাট টাউনশিপে বন্ধ বিদ্যুৎ সরবরাহ। 
 
স্থানীয় ট্যুরিজম কর্তৃপক্ষ বলছে, এই দাবানল শুধু জীববৈচিত্র্য নয়, ক্ষতিগ্রস্ত করছে স্থানীয় অর্থনীতিকেও। বাতাসে ছড়িয়ে পড়া ধোঁয়া ও ছাইয়ে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। বহু ব্যবসা ও হোটেল মালিক তাদের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।
 
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এ ধরনের আগুনের ঝুঁকি বেড়েছে। শুষ্ক আবহাওয়া, উচ্চ তাপমাত্রা এবং গাছপালার অতিরিক্ত শুকিয়ে যাওয়া—সব মিলিয়ে আগুন ছড়িয়ে পড়ছে নজিরবিহীন গতিতে।