
ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর কাশ্মীর ছাড়ার চেষ্টা করছেন পর্যটকরা। অন্যদিকে হামলার ঘটনায় কাশ্মীরজুড়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈয়বার (এলইটি) একটি প্রক্সি গোষ্ঠী। হামলার ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার ভারতে ফিরেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে তিনি বৈঠক করেন। পেহেলগামে হামলার এই ঘটনায় যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। খবর এনডিটিভির।
পেহেলগামে হামলার পর অনেক পর্যটকই এখন কাশ্মীর ছাড়ার চেষ্টা করছেন। শ্রীনগর বিমানবন্দরের ট্যুর অপারেটররা জানিয়েছেন, পেহেলগাম হামলার পর দেশী পর্যটকরা কাশ্মীর ছাড়ার জন্য তাড়াহুড়া করছেন। অনেক গাড়ি এখন বিমানবন্দরের দিকে আসছে। তবে বিবিসি সংবাদদাতা ইয়োগিতা লিমায়ি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখেছেন, তিনি মুম্বাই থেকে আসার সময় ফ্লাইটে অনেক দেশি পর্যটকদের দেখেছেন, যারা তাদের কাশ্মীরে ঘোরার পরিকল্পনা বাতিল করেননি। অন্যদিকে দিল্লি থেকে কাশ্মীরে যাওয়া বিবিসির অন্য সংবাদদাতারা জানিয়েছেন, তাদের ফ্লাইট বেশ ফাঁকা ছিল। এদিকে মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার প্রতিবাদে কাশ্মীরজুড়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এর প্রভাব পড়েছে ওই অঞ্চলের গণপরিবহন ব্যবস্থায়ও। বিগত ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বুধবার চলে কমপ্লিট শাটডাউন। মসজিদগুলোর লাউডস্পিকারে ঘোষণা দিয়ে দিয়ে স্থানীয় জনগণকে এই শাটডাউনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় শুরু হয় প্রতিবাদ। মঙ্গলবারের হামলার পর থেকে পেহেলগামে বাজার সম্পূর্ণ বন্ধ রয়েছে। হামলায় নিহত ২৬ জনের মধ্যে সৈয়দ আদিল হোসেন শাহ নামে একজন ছিলেন, যিনি পর্যটকদের ঘোড়ায় চড়ার ব্যবস্থা করতেন এবং হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করার সময় তাকেও গুলি করে হত্যা করা হয়। কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তারা বলেছে, এ হামলার সঙ্গে পাকিস্তান জড়িত নয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এর সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই। ভারতের কথিত রাজ্যগুলোতে নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্রিশগড়ে, মণিপুরে এবং দক্ষিণে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশী কোনো দেশের হস্তক্ষেপ নয়, স্থানীয় বিদ্রোহ। তবে হামলাস্থলে কোনো সাংবাদিককে যেতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক যোগিতা লিমায়ে। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা এবং এক গোয়েন্দা ব্যুরোর কর্মীও নিহত হন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার দিকে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে বৈসারণে। যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। এর তৃণভূমি এবং মনোরম দৃশ্যের জন্য এটি সুপরিচিত। পেহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে এর অবস্থান।