Image description

গাজায় ইসরায়েলি সামরিক অভিযান আরও তীব্র করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গাজায় হামাসের সঙ্গে চলমান সংঘাতে কোনো আপস না করে আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলুর খবরে জানানো হয়, গতকাল শনিবার সারাদিন গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলা ও গোলাবর্ষণে কমপক্ষে ৫২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে, হামাসের পক্ষ থেকে ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু গাজায় আরও বড় ধরনের হামলার নির্দেশ দেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলার ধারায় এখন পর্যন্ত ১ হাজার ৭৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪ হাজার ৭০০ জন। সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ১৫৭ জনে।

তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং যুদ্ধের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুধু গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ২১৯ জন, যাদের গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭২৪ জন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং এই ভূখণ্ডের অন্তত ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল।  

এই পরিস্থিতিতে গাজা এখন এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখোমুখি।