
নিজেদের বাগান পাহারা দেওয়ার সময় মুফিজুর রহমান নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ১০ দিন পার হয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি তার। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
গেলো ১০ এপ্রিল বাংলাদেশি নাগরিক মুফিজুরকে এক দল কাঠুরিয়ার সামনেই ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। বর্তমানে তার পরিবারসহ এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তে লোকজন দফায় দফায় যোগাযোগ করেও ফেরত আনতে পারেনি তাকে।
অপহৃত যুবক কোনো অপরাধের সাথে জড়িত নয় বলে জানান স্থানীয়রা। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে স্থানীয় প্রশাসন অবহিত করলেও লিখিত কোনো আবেদন পাওয়া যায়নি পরিবারের পক্ষ থেকে।
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ‘আমাদের যেই চাঞ্চল্যকর রিপোর্ট আছে, আমরা সেই রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। পরিবারের পক্ষ থেকে আমাদেরকে বা থানায়, অফিসিয়ালি কোনোভাবে কোথাও জানানো হয়নি। নেগোশিয়েশন কিভাবে করেছে সেটা আপনাদের ব্যাপার।’
সীমান্তে আরাকান আর্মির আতঙ্ক থেকে জনসাধারণকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে সরকার এমন প্রত্যাশা বাসিন্দাদের।
https://www.youtube.com/watch?v=axYkG3wHuwg