Image description

সিন্ধু নদে খাল নির্মাণ প্রকল্প বন্ধ না হলে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার থেকে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

হায়দারাবাদে এক জনসভায় বক্তব্যে তিনি বলেন, ‘বিতর্কিত এই প্রকল্প যদি ফিরিয়ে না নেওয়া হয়, তাহলে পিপিপি কেন্দ্রের সঙ্গে আর একসঙ্গে চলতে পারবে না।’

তিনি বলেন, ‘শাহবাজ শরিফ ও জনগণের মধ্যে বেছে নিতে হলে সিদ্ধান্ত কঠিন নয়।’’

দেশে যখন সন্ত্রাসবাদের আগুন জ্বলছে, তখন কেন্দ্র সরকার ‘ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিভেদ সৃষ্টি করছে’ বলে অভিযোগ করেন তিনি।

পিএমএল-এনের প্রতীক ‘সিংহ’ উল্লেখ করে বিলাওয়াল বলেন, ‘সিংহের প্রতিটি প্রকল্পই কৃষকবিরোধী।  তারা জনগণের রক্ত চুষে খায়। গম কেলেঙ্কারির মাধ্যমে কৃষকদের জীবিকা ধ্বংস করেছে, এখন আবার কৃষি করের ছলে কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলছে।’

বিলাওয়াল জানান, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পার্লামেন্টে দেওয়া ভাষণে খাল প্রকল্প প্রত্যাখ্যান করেছেন, তবুও কেন্দ্র সরকার জোর করে এটি বাস্তবায়ন করতে চাচ্ছে।

দৃঢ় ভাষায় তিনি বলেন, ‘পিপিপি নীতির প্রশ্নে আপস করে না। আমরা ফেডারেশন বাঁচাবো, কৃষক বাঁচাবো, সিন্ধু নদ বাঁচাবো।’

তিনি ঘোষণা দেন, আগামী ২৫ এপ্রিল সুক্কুরে পিপিপির শক্তি প্রদর্শনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

‘ইসলামাবাদে যারা বসে আছে তারা বধির ও অন্ধ—তারা প্রদেশের কণ্ঠ শুনতেও চায় না, দেখতেও চায় না। ফেডারেশন আজ হুমকির মুখে, এ কারণেই আমরা নীতির প্রশ্নে এই প্রকল্প প্রত্যাখ্যান করছি।’

অনুষ্ঠানে উপস্থিত সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ বলেন, হায়দারাবাদের বিপুল জনসমাগম পিপিপির প্রতি জনগণের আস্থা ও সমর্থনের স্পষ্ট বার্তা।

তিনি স্মরণ করিয়ে দেন, অতীতেও যখন খাল বা বাঁধ নির্মাণের মতো বিতর্কিত প্রস্তাব উঠেছিল, তখন পিপিপি ক্ষমতায় ছিল না, তবুও সিন্ধুর স্বার্থে লড়াই থেকে সরে যায়নি।

মুরাদ বলেন, ‘সিন্ধুর অধিকার যখনই বিপন্ন হয়েছে, পিপিপি তখনই প্রতিরোধ করেছে। আমরা আমাদের ভূমি ও সম্পদের পক্ষে সবসময় লড়াই করেছি।’