
ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা শুরু হয়েছে।আজ শনিবার স্থানীয় সময় সাড়ে ৯টায় এই বৈঠক শুরু হয়ে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ওমানে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যস্থতায় আলোচনা ইতালির রাজধানীতে শুরু হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দ্বিতীয় দফা আলোচনায় যোগ দিতে রোমে পৌঁছেছেন। এর আগে শুক্রবার মস্কোতে তিনি বলেন, ওয়াশিংটন বাস্তববাদী হলে ইরান মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।
২০১৫ সালে তৎতকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে ইরান ও ছয় শক্তির মধ্যে পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়। পরে ২০১৮ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প তা বাতিল করেন। পাশাপাশি তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ফেরান। চলতি বছর জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কথা বলে আসছেন ট্রাম্প। একইসঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনারও চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।
সেই উদ্যোগের অংশ হিসেবে গত সপ্তাহে ওমানে বৈঠক করেছিলেন দুই দেশের কর্মকর্তারা। এবার দ্বিতীয় দফায় রোমে বৈঠকে বসেছেন তারা।