
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করে না বিএনপি— এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জনআকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশাবাদী বিএনপি।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ১২ দলীয় জোটের সঙ্গে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি। সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছে। কিন্তু আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার হওয়া উচিত বলে মনে করে বিএনপি ও ১২ দলীয় জোট।
অন্যদিকে, ১২ দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তাই বিভ্রান্তি এড়াতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের একটি স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন তিনি।
তিনি আরও বলেন, প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ এবং জুলাই-আগস্টের গণহত্যার বিচার করতে হবে। সন্ধ্যায় এলডিপির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সমমনাভিত্তিক অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবে বিএনপি। দুই সপ্তাহের মধ্যে সব বৈঠক শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের।