
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে হাডসন নদীতে পড়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিউইয়র্কের সিটি পুলিশ এক এক্স পোস্টে জানায়, জরুরি সেবার কর্মীরা জোরালো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ বলছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে তিনটি শিশু। বাকি তিনজন প্রাপ্তবয়স্ক।
এর আগে সিবিএস নিউজ প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর দিয়েছিল। বলেছিল, হেলিকপ্টারটিতে তিন শিশুসহ পাঁচজন আরোহী ছিলেন। উদ্ধারকর্মীদের দুজনকে পানি থেকে টেনে তুলতে দেখা গেছে। যদিও তাঁদের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।
পরবর্তীতে বিবিসি জানায়, এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছয়জন বলে সিবিএস নিউজ জানতে পেরেছে। দুর্ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে সরকারিভাবে হতাহতের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস হেলিকপ্টার দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন।