Image description

মার্চের একটি শুক্রবার সকাল, মেরিল্যান্ডের সয়াবিন খেতের পাশ দিয়ে যাওয়ার সময় চিন্তা জাগে: ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির অনিশ্চয়তার মাঝে মার্কিন কৃষকরা কীভাবে টিকে থাকবেন? ডোনাল্ড ট্রাম্প কৃষকদের প্রতি তাঁর সমর্থনের কথা বারবার বললেও, চীনসহ প্রধান বাণিজ্যিক অংশীদারদের উপর শুল্ক বৃদ্ধির হুমকি কৃষি খাতের জন্য উদ্বেগ বাড়াচ্ছে।

গ্রিনউডের সয়াবিন চাষি রিচার্ড উইলকিন্স (১৯৭৩ সাল থেকে এই পেশায়) বলছেন, "মুক্ত বাজারের জন্য যদি শুল্ক প্রয়োজন হয়, তবে আমি ট্রাম্পকে সমর্থন করি। তাঁর আমেরিকান কৃষকদের প্রতি স্নেহ আছে বলে আমরা বিশ্বাস করি।" তবে বাজারের অস্থিরতা নিয়ে চিন্তিত ২৭ বছররের জোশ মেসিক। তাঁর ১,২০০ একরের খামারে ভুট্টা, সয়াবিন, গম চাষ হয়। তিনি বলেন, "এখনই ফসল বিক্রি করব নাকি শরতে অপেক্ষা করব—এই দ্বিধা কাজ করছে। ট্রাম্প আমাদের পেছনে থাকবেন বলেই আশা রাখছি।"

চীনের বাজারে পতন, কৃষকদের ক্ষতি
২০১৮ সালে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের পর চীন মার্কিন সয়াবিন আমদানি ৭৫% কমিয়ে দেয়। ২০১৪ সালে চীনে মার্কিন কৃষি রপ্তানির পরিমাণ ছিল ২৪ বিলিয়ন ডলার, যা ২০১৯ সালে ১০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। আমেরিকান সয়াবিন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যালেব র্যাগল্যান্ড সতর্ক করেছেন, "২০২৫ সালে ভারী ক্ষতির মুখোমুখি হতে পারে কৃষকরা। আমরা সকলের মঙ্গলের জন্য বলি দেওয়া ভেড়া হতে পারি না।"

 

ট্রাম্প সামাজিক মিডিয়ায় কৃষকদের "মার্কিন অভ্যন্তরীণ বাজারে বেশি উৎপাদন" করার আহ্বান জানালেও, ২০১৮ সালের বাণিজ্য যুদ্ধের ক্ষতি এখনো কাটিয়ে ওঠা যায়নি। র্যাগল্যান্ডের দাবি, "চীন ও অন্যান্য দেশের সাথে দ্রুত আলোচনা করে বাণিজ্য চুক্তি পুনর্বহাল করতে হবে।"