
টিকটক কিনতে কিছু বড় বড় উদ্যোক্তার নাম সামনে আসছে, আর এর জন্য আগামী ৫ এপ্রিলের মধ্যে চুক্তি সম্পন্ন করতে হবে। যদি বাইটড্যান্স, চীনা মালিকানাধীন টিকটক, আমেরিকান অপারেশনগুলো বিক্রি না করে, তবে অ্যাপটি পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্রে।
এই বিক্রয়ের জন্য বেশ কিছু পরিচিত উদ্যোক্তা আলোচনায় রয়েছেন, এর মধ্যে এলন মাস্ক, কেভিন “মি. ওয়ান্ডারফুল” ও'লিারি এবং ইউটিউব তারকা মিস্টারবিস্ট-এর নাম রয়েছে। এক সপ্তাহের মধ্যে এই চুক্তি সম্পন্ন হলে, এটি বছরের অন্যতম বড় ব্যবসায়িক লেনদেন হবে।
তবে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়া পরিবেশেও বড় ধরনের পরিবর্তন আসবে, কারণ টিকটক গত পাঁচ বছরে ইন্টারনেট সংস্কৃতিতে এক বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। যারা এর আমেরিকান অপারেশন নিয়ন্ত্রণ করবে, তারা যুক্তরাষ্ট্রের অন্যতম বড় মিডিয়া ও মার্কেটিং চ্যানেলগুলির সরাসরি নিয়ন্ত্রণ পাবে।
টিকটকের আমেরিকান ব্যবসার মূল্য এখনো ঠিক করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এর মূল্য বিলিয়ন ডলারের মধ্যে থাকতে পারে।
তাহলে, বড় বড় প্রার্থীরা কে কে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, “অনেক সম্ভাব্য ক্রেতা রয়েছে।” টিকটক এখনও চুপ, তবে কিছু বড় নাম সামনে এসেছে। রিটারের রিপোর্ট অনুযায়ী, বাইটড্যান্স-এর কিছু অ-চীনা বিনিয়োগকারী, বিশেষ করে সাসকুহানা ইন্টারন্যাশনাল গ্রুপ এবং জেনারেল অ্যাটলান্টিক চুক্তির জন্য শীর্ষপ্রার্থীদের মধ্যে রয়েছে। এছাড়া, কেকেআর এবং ব্ল্যাকস্টোন নামক দুটি প্রাইভেট ইকুইটি ফার্মও এ বিষয়ে আলোচনা করছে।
এছাড়া, পারপ্লেক্সিটি নামক একটি এআই সার্চ ইঞ্জিন স্টার্টআপও টিকটক কেনার প্রস্তাব দিয়েছে।
ব্যক্তিগতভাবে কয়েকজন সুপরিচিত নামও এই চুক্তির জন্য এগিয়ে এসেছেন। যেমন, ইউটিউবার মিস্টারবিস্ট-এর সাথে যুক্ত রয়েছেন জেসি টিনসলে, যিনি এমপ্লয়ার.কম-এর প্রতিষ্ঠাতা; আরেকটি গ্রুপ, "দ্য পিপলস বিড ফর টিকটক," এ সদস্য হিসেবে রয়েছেন মি. ওয়ান্ডারফুল, রেডিট-এর সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ান, এবং সাবেক লস অ্যাঞ্জেলেস ডজার্স মালিক ফ্রাঙ্ক ম্যাককোর্ট।
এছাড়া, একাধিক রিপোর্টে বলা হচ্ছে যে, এলন মাস্কও সম্ভবত এই লেনদেনে অংশ নিতে পারেন।
এদিকে, কিছুটা অপ্রত্যাশিতভাবে, বাইটড্যান্স নিজেই টিকটক স্পিন-অফের একটি অংশীদারিত্ব রাখতে পারে, যদিও তা একটি সংখ্যালঘু শেয়ার হতে পারে।
এছাড়া, এক অনিশ্চিত দিক হতে পারে মার্কিন সরকারও। ট্রাম্প একসময় বলেছেন যে, একটি জাতীয় স্বতন্ত্র তহবিল এই অ্যাপটি অধিগ্রহণ করতে পারে।