
হাঙ্গেরি সরকার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্যপদ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরি পৌঁছার ঠিক কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
গত বছরের নভেম্বরে নেতানিয়াহু ও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গাজা যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে আখ্যায়িত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর পরই এই ঘোষণা দেন। অরবান বলেন, ‘আইসিসি একটি রাজনৈতিক আদালতে পরিণত হয়েছে। ইসরাইলি নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি এই সত্যকেই স্পষ্ট করে।’
আইসিসির মুখপাত্র ফাদ এল-আবদুল্লাহ বিবিসিকে জানান, হাঙ্গেরি এখনো আইসিসির সদস্য, তাই তারা আদালতকে সহযোগিতা করতে বাধ্য। তবে এটি এখনো স্পষ্ট নয়, হাঙ্গেরি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে কি না।
আইসিসি ইতিমধ্যে ঘোষণা করেছে, তাদের ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর বিচারিক ক্ষমতা রয়েছে। যদিও ইসরাইল আদালতের বৈধতা স্বীকার করে না।