Image description

তীব্র সমালোচনা ও স্থানীয়দের অসন্তোষ উপেক্ষা করে গ্রিনল্যান্ড সফরে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী ঊষা ভ্যান্স। শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে ডয়েচ ওয়েলে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জেডি ভ্যান্সের সাথে এ সফরে আরও যুক্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, জ্বালানি উপদেষ্টা ক্রিস রাইট এবং সিনেটর মাইক লি। তাদের এ সফরকে গ্রিনল্যান্ডে মার্কিন প্রভাব বৃদ্ধির কৌশল হিসেবে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে ঊষা ভ্যান্স ও তার ছেলে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে-তে ‘কুকুর-স্লেজ’ প্রতিযোগিতা দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সফরের ব্যাপক নিরাপত্তা এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের তাদের সঙ্গে যোগ দেওয়ার পর বিষয়টি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।