মিয়ানমারে শতাধিক প্রাণহানির শঙ্কা, থাইল্যান্ডে নিখোঁজ ৭০

Image description

মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসের ঘটনায় নিখোঁজ শ্রমিকের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জন হয়েছে।

 

শুক্রবার (২৮ মার্চ) বিবিসি বার্মিজ সার্ভিসকে মান্দালাই অঞ্চলে কর্মরত উদ্ধারকারী দলের একজন সদস্য বলেছেন, ‘ক্ষয়ক্ষতি অনেক বেশি’।

 

তিনি বলেন, ‘মৃত্যুর সংখ্যাও অনেক বেশি, আমরা এখন শুধু এটুকুই বলতে পারি। কারণ উদ্ধার অভিযান চলছে।’

 

তিনি আরো বলেন, ‘হতাহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। তবে এটি অন্তত শতাধিক।’

 

অপরদিকে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসের ঘটনায় নিখোঁজ শ্রমিকের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জন হয়েছে।

 

মিয়ানমারে যে ভূমিকম্প সৃষ্টি হয় তা থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। ক্রমাগত এর কারণে ক্ষয়ক্ষতির হিসাব বাড়ছে।

 

থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন বলছে, নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসের ঘটনায় আগে যেখানে ৪৩ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছিল, এটি বেড়েছে।

 

ধসের সময় সেখানে প্রায় ৩২০ জন কর্মী ছিলেন এবং তাদের মধ্যে ২০ জনের মতো লিফটে আটকা পড়েছেন।

 

ওই ভবনের নিচে পড়ে মৃত্যুর সংখ্যা অস্পষ্ট। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।

 

সূত্র : বিবিসি


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder