Image description

গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার এক ফোনালাপে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন পর আজ বুধবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন। ট্রাম্প ও জেলেনস্কির এই ফোনালাপ স্থায়ী হয়েছে প্রায় এক ঘণ্টা।

ট্রুথ সোশ্যালের একটি পোস্টে ট্রাম্প এই ফোনালাপকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি খুব ভালো ফোনালাপ শেষ করেছি। এটি প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল।’

 

এই ফোনালাপের বেশির ভাগ অংশই গতকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে হওয়া ফোনালাপের ওপর ভিত্তি করে হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ও ইউক্রেনের চাহিদা ও অনুরোধগুলোকে সামঞ্জস্যপূর্ণ করতেই এমন প্রচেষ্টা।

ট্রাম্প যোগ করেন, ‘আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে আলোচনার মূল বিষয়গুলোর একটি নির্ভুল বিবরণ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি শিগগিরই প্রকাশিত হবে।