Image description

ভারতের আগ্রায় হোলি উৎসবে উচ্চ আওয়াজে ডিজে গান বাজাতে নিষেধ করায় এক বিধবা নারীকে উলঙ্গ করে বেল্ট দিয়ে পিটিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। এই ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবি উঠলেও প্রাথমিক ভাবে কোন আগ্রহ দেখায়নি আগ্রা পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) আগ্রার খন্ডৌলি গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিধবা মহিলা জানান, শুক্রবার হোলির অনুষ্ঠান শেষ হওয়ার পরেও কিছু হিন্দু সন্ত্রাসী উচ্চস্বরে ডিজে বাজিয়ে নাচ করছিল। অতিরিক্ত শব্দে তার মহিষগুলি বিরক্ত হচ্ছিল, যার ফলে ঠিকভাবে দুধ দোয়ানো সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে হিন্দু যুবকদের কাছে গিয়ে অনুরোধ করেন যেন তারা ডিজের শব্দ কিছুটা কমিয়ে দেন। কিন্তু তার এই অনুরোধ উশৃঙ্খল হিন্দুদের আরো ক্ষিপ্ত করে তোলে।

এরপর তারা প্রচণ্ড রেগে গিয়ে ওই মহিলার ওপর চড়াও হয়। তাঁর পোশাক ছিঁড়ে তাঁকে প্রায় নগ্ন করে ফেলে এবং বেল্ট ও লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করতে থাকে।

এই ভয়ঙ্কর ঘটনার কথা জানাজানি হতেই প্রত্যক্ষদর্শীরা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান। পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি। পরে স্থানীয় পুলিশ চৌকিতে গিয়ে ফের অভিযোগ করা হলে, সেখানেও পুলিশের পক্ষ থেকে এফআইআর নেওয়া হয়নি। পরে গোটা ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে পুলিশের। যার প্রতিক্রিয়ায় মামলা নিতে বাধ্য হয় পুলিশ।

সূত্র: ইংলিশ জাগরণ