
রাজনৈতিক ক্যারিয়ার রক্ষা করতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজ্জা যুদ্ধ বন্ধ করতে চান না বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
শনিবার (১৫ মার্চ) এক বিবৃতিতে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক ক্যারিয়ার রক্ষা করার লক্ষ্যে গাজ্জা যুদ্ধ বন্ধ করতে গড়িমসি করছেন।
তিনি বলেন, গত ২ মার্চ থেকে গাজ্জায় মানবিক ত্রাণের প্রবেশ বন্ধ করে দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে তেল আবিব।
তিনি আরও বলেন, হামাস গাজ্জা যুদ্ধবিরতির সর্বশেষ আলোচনায় মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব মেনে নিয়েছে। এবার ইসরাইল তা মানবে কিনা সেটি তেল আবিবের ওপর নির্ভর করছে এবং বল এখন ইসরাইলের কোর্টে রয়েছে।
আব্দুল লতিফ আল-কানু জানান, তাদের আলোচক দল মিশরের রাজধানী কায়রোয় ফিরে গেছেন এবং তারা যুদ্ধবিরতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করছেন।
আব্দুল লতিফ আল-কানু আরও জানান, ইসরাইলি-মার্কিন সেনা ইদান আলেক্সান্ডারকে পণবন্দিদশা থেকে মুক্তি দেওয়ার এবং অপর চার পণবন্দির লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হামাস নিজের ছাড় দেওয়ার মানসিকতা প্রমাণ করেছে। এর মাধ্যমে হামাস মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে।
হামাসের এই মুখপাত্র বলেন, মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব গ্রহণ করার যে পদক্ষেপ তার সংগঠন নিয়েছে তা গাজ্জা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের বিকল্প নয়, বরং এটি যুদ্ধ বন্ধ করে উপত্যকা থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহারের আলোচনা শুরু করার সুযোগ সৃষ্টি করবে। হামাস কোনো অসম্ভব শর্ত দিতে চায় না।
সূত্র: পার্সটুডে