
সহযোগিতা বৃদ্ধির লক্ষে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী এই সপ্তাহে সামরিক মহড়া চালাতে যাচ্ছে। রোববার (৯ মার্চ) ইরানের সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিন্ন আকাঙ্ক্ষা পোষণকারী এই তিন দেশ সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে।
তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণ-পূর্ব ইরানে ওমান উপসাগরে অবস্থিত চাবাহার বন্দরে শুরু হবে এই মহড়া। তবে কখন এই মহড়া শুরু হবে নির্দিষ্ট করে বলা হয়নি।
চীনা ও রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাশাপাশি ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং সামরিক শখা বিপ্লবী গার্ডের যুদ্ধজাহাজ এতে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ ও অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে এই মহড়ার আয়োজন করা হচ্ছে।
মহড়ায় আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কা পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করবে।
বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে চীন একটি ডেস্ট্রয়ার ও একটি সরবরাহ জাহাজ মোতায়েন করবে।